প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে রাঙামাটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

fec-image

রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ ও তথ্য অধিকার আইন নিয়ে অংশীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২জানুয়ারী) সকালে আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম শাখার আয়োজনে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. মামুন।

আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম শাখার উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র তথ্য অফিসার মো. আজিজুল হক নিউটন। বিশেষ অতথির বক্তৃতা করেন, জেলা তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা, আমার বাড়ি আমার খামার রাঙামাটি শাখার প্রকল্প কর্মকর্তা মিথুন চন্দ্রগুপ্ত, মহিলা বিষয়ক অধিদপ্তর রাঙামাটি জেলা কর্মকর্তা হোসনে আরা বেগম, সমাজ সেবা অধিদফতর রাঙামাটি শাখার উপ পরিচালক ওমর ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন নীতিশ চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শিল্পী রাণী রায়সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. মামুন বলেন, প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে ১০টি উদ্যোগ হাতে নিয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য কাজ করছে সরকার। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের আয়না। আপনারা এইসব কিছু প্রচারে ভূমিকা রাখতে পারবেন।

তিনি বলেন, যারা বৃদ্ধভাতা পাচ্ছে না, তাদের খোঁজ নিন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না, খোঁজ নিয়ে রিপোর্ট করুন। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে মীর হোসেন আহসানুল কবীর বলেন, আমাদের প্রধানমন্ত্রী দূরদর্শী চিন্তা ধারার মানুষ। তিনি ক্ষমতায় আসার আগে দেশকে সমৃদ্ধিশালী তথা ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার পরিকল্পনা ছিলো। আজ দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশ আজ সোনার বাংলায় পরিণত হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্লান করে বসে থাকে না। পরিকল্পনা অনিযায়ী কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশ আজ বিশ্বেও ৫টি রাষ্ট্রের মধ্যে অন্যতন। দেশের ৯৯ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ১৬ কোটি মানুষ টেলিসেবা নিচ্ছে। ১১ কোটি মানুষ ইন্টারনেট সেবা নিচ্ছে। দেশে আজ পদ্মা সেতু নির্মিত হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী, মতবিনিময়, রাঙামাটিতে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন