প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা
কক্সবাজারের চকরিয়ায় প্রেমের বিয়ে মেনে না নেয়ায় তাজমিন বেগম (১৮) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৯ নম্বর ওয়ার্ডের কোরবানীয়া ঘোনা এলাকায় পিতার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তাজমিন বেগম ওই গ্রামের আলী আকবরের মেয়ে। বিয়ের তিন মাস পরে তিনি আত্মহত্যা করেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানায়, গত তিন মাস আগে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সামাজিক পাড়ার বাসিন্দা নুরুল হোসেনের ছেলে জাবেদুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ছিল তাজমিন। তিন মাস আগে পরিবারের অমতে দুইজনই পালিয়ে বিয়ে করেন। এ নিয়ে দুইজনের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। কোন পক্ষই এই বিয়ে মেনে নিতে রাজি নয়। গত এক মাস ধরে তাজমিন বেগম পিতার বাড়িতে অবস্থান করে আসছে। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের চালার সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তাজমিন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ওই মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।