বরকলে জ্বর-রক্তবমিতে ৫ জনের মৃত্যু, কাজ শুরু করেছে চিকিৎসক দল


রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ঠেগা চান্দবী ঘাট গ্রামে সাত সদস্যের মেডিক্যাল টিম জ্বর, রক্তবমি ও পেট ব্যাথায় আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা প্রদান করছে।
শুক্রবার (২২ মার্চ) এমন তথ্য নিশ্চিত করেছেন, সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী।
সিভিল সার্জন বলেন, বৃহস্পতিবার বিকেলে বরকল উপজেলার বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মং ক্যছিং সাগরের নেতৃত্বে সাত সদস্যের একটি দল তিন ভাগে বিভক্ত হয়ে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা প্রদান করছে।
সিভিল সার্জন আরও বলেন, যারা চিকিৎসা প্রদান করছে তাদের কথা শুনে বুঝতে পারছি আক্রান্ত এসব লোকেরা গ্যাস্ট্রো এন্টেরোলজি রোগে আক্রান্ত হয়েছেন। যেহেতু বমি হচ্ছে, তাই বলা যাচ্ছে এটি খাদ্যাভ্যাসের কারণে হয়ে থাকতে পারে।’
এর আগে গত জানুয়ারি থেকে মার্চের ১৭ তারিখ পর্যন্ত জ্বর, রক্তবমি ও পেট ব্যাথায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়।

















