বান্দরবানে ইউপি সদস্যসহ ২ জনকে অপহরণের অভিযোগ

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ ২ জনকে অপহরণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন— ৪ নম্বর গ্যালেঙ্গা ইউপির ৮ নং ওয়ার্ড এর সদস্য মংসাচিং মার্মা (৫০) এবং পানতলা পাড়ার বাসিন্দা মওয়াইচিং মার্মা (৩০)।
আপহৃত মংসাচিং মেম্বারের ছেলে থোয়াইহ্লা সিং বলেন, বিকেলে অজ্ঞাত পরিচয় এক লোক এসে বাড়ি থেকে তার পিতাসহ দু’জনকে ডেকে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাইনি। তাহার পিতাসহ দুজন অপহরণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। পরে বিষয়টি রুমা থানার পুলিশকে জানানো হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মেম্বারসহ ২ জনকে কে বা কারা ডেকে নিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের খোঁজ না পাওয়া যায়নি। মংসাচিং মেম্বারের ছেলে থোয়াইহ্লা সিং থানায় এসে আমাদের বিষয়টি জানিয়েছে। আমরা খোঁজ নিচ্ছি। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।