বান্দরবানে শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা
বান্দরবানে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মেলার বিভিন্ন আয়োজনের তথ্য তুলে ধরেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, এসএমই ফাউণ্ডেশনের আয়োজনে আগামী ১৬ থেকে ২২শে জানুয়ারি পর্যন্ত ৭দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা চলবে।
আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় মেলার উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউল আলম, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।