বান্দরবানে কোয়ারেন্টাইনে ১২০ জন, খাদ্যশস্য ও অর্থ বরাদ্দ

fec-image

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর পার্বত্য জেলা বান্দরবানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা প্রতিদিন বাড়ছে।

শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ৭৮ জন। যারমধ্যে হোম কোয়ারেন্টাইনে ৬৮ ও হাসপাতালে ১০জন। সুস্থ্য হওয়ায় ২৭জনকে বাড়িতে পাঠানো হয়েছে।

এদিকে নতুন করে আরো ৪২জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর কারনে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২০জনে।

তারা সবাই দিনাজপুর মিশন স্কুলে পড়াশুনা করতো। বৃহস্পতিবার রাতে তারা বান্দরবানে পৌঁছলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী।

করোনা সংক্রমণে অবরুদ্ধ খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে ৪৭ মেট্রিক টন চাল ও সাড়ে ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মনিটরিং কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ।

এছাড়াও টহলের পাশাপাশি মাইকিং করে করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করছে সেনাবাহিনী। জনগণকে নিরাপদ দূরত্ব থেকে কেনাকাটা করার জন্য ও মাস্ক পরিধান, হাত ধোয়া সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন