বান্দরবানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১৩
বান্দরবানের রুমা উপজেলার বগালেক এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ নারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১৩ জন।
সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে বগালেক ঢালু রাস্তায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বগালেক সীমান্ত সড়কে মালামাল বহনকারী একটি খালি টিএক্স ট্রাক রুমা সদরে আসছিল। এসময় চুনচুন পাড়ার কিছু নারী-পুরুষ ওই গাড়িযোগে রুমা সদরে ভিজিডি চাল নিতে আসছিল। গাড়িটি বগালেক ঢালু রাস্তা নামার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি টিএক্স ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুটি ট্রাক ছিটকে গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনা স্থলে ৪ বম উপজাতীয় নারীর মৃত্যু হয়। আহত হয় আরও ১৩ জন।
সংবাদ পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা হাসপাতালে পাঠায়। তন্মমধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।