বান্দরবানে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা গ্রেফতার
বান্দরবানে রাতে আধারে মোটরসাইকেল চুরির ঘটনায় চোরচক্রে মূলহোতা চিংসামং প্রকাশ রাহুল তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার।
গ্রেফতারকৃত ব্যক্তি রোয়াংছড়ি নোয়াপতং ইউনিয়নের গৈক্ষ্যং গ্রামের সাচিমং মারমার ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তথ্যপ্রযুক্তি মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে চোরচক্রের মূল হোতার অবস্থান সনাক্ত করে চিংসামং প্রকাশ রাহুল তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করে পুলিশ। এসময় চুরি হওয়া ২টি মোটরসাইকেল, ৩টি ব্যবহৃত মোবাইলসহ ৭টি সিম তার কাছ থেকে উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত বলে আসামী স্বীকার করেছে। এই পর্যন্ত তিনটি মোটরসাইকেল হারানোসহ ২টি মামলা থানায় দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার বলেন, এই চোরচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।