বিজিবি গুইমারা সেক্টরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র গুইমারা সেক্টরের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় কেক কাটা, প্রীতিভোজসহ নানা আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে পুরো সেক্টর সদর দপ্তরে ছিলো সাজ সাজ রব। দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মালেকের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় অন্যান্যের মধ্যে সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমা, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ সালাউদ্দিন নয়নসহ বিভিন্ন জোন অধিনায়কগণ, সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।