বিলাইছড়িতে জীপ গাড়ি উল্টে নিহত ১, আহত ৪

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় জীপ গাড়ি উল্টে (চান্দের গাড়ি) লতা তঞ্চঙ্গ্যা (৪৫) নামের এক নারী নিহত ও ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন, বাপ্পী বড়ুয়া (৩৫), গাড়ি চালক মো. ফারুক (৩১), হেলফার লেত্যমণি তঞ্চঙ্গ্যা (১৩) এবং সুজিত তঞ্চঙ্গ্যা (৫২)।
সোমবার (৯ মার্চ) দিনগত রাত ৪টার দিকে উপজেলার দূর্গম ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিলাইছড়ি সদরে মঙ্গলবার হাট বাজার হওয়ায় সোমবার দিবাগত রাতে ফারুয়া ইউনিয়ন থেকে ব্যবসায়ীক একটি দল সবজি বোঝাই চান্দের গাড়ি নিয়ে উপজেলা সদরের দিকে আসার সময় লতাপাহাড় এলাকায় হঠাৎ উল্টে গেলে ঘটনাস্থলে লতা তঞ্চঙ্গ্যা নামের এক নারী নিহত হন এবং চারজন আহত হন।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে দূর্গম ফারুয়া ইউনিয়ন থেকে বোটযোগে উপজেলা সদর হাসপতালে প্রেরণ করে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে নিহত লতা তঞ্চঙ্গ্যার মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে এবং আহতরা বর্তমানে উপজেলা সদর হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন বলে ওসি যোগ করেন।