ভারত-পাকিস্তান ম্যাচ রিজার্ভ ডে’তে গড়াল

fec-image

বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে গড়াল ভারত-পাকিস্তানের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ। নিয়ম অনুযায়ী সোমবার (১১ সেপ্টেম্বর) ফের ব্যাট করতে নামবে রোহিত শর্মা বাহিনী। অর্থাৎ খেলা হবে ফুল ওভারের।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই উইকেট হারিয়ে ২৪.১ ওভার শেষে ১৪৭ রান তুলে ভারত। এরপরই বৃষ্টি হানা দেয় ম্যাচে। ১৬ বলে ৮ রানে কোহলি ও ২৮ বলে ১৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন রাহুল। সোমবার এখান থেকেই আবার শুরু করবেন তারা।

গ্রুপ পর্বে শাহিন শাহ আফ্রিদিদের কাছে ধরা খেলেও সুপার ফোরে পাকিস্তানি বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ঝড় শুরু করে দুই ওপেনার ফিরে গিলে বিরাট কোহলি ও লোকেশ রাহুল এসে একের পর এক বল ডট দিতে থাকেন।

উদ্বোধনী জুটিতে গিল ও রোহিত মিলে গড়েন ১২১ রানের জুটি, রোহিতকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন শাদাব খান। ৪৯ বলে ৫৬ রান করেন ভারতীয় ওপেনার। স্কোর বোর্ডে আর ২ রান যোগ হওয়ার পরই গিলকে তুলে নেন আফ্রিদি। ৫২ বলে ৫৮ রান করেন গিল।

বিরাট ও রাহুল মাঠে এসে মন্থর গতিতে খেলতে থাকলেও পাওয়ার-প্লেটা দারুণভাবে কাজে লাগিয়েছে ভারত। কোনো উইকেট না হারিয়ে প্রথম ১০ ওভারে ৬১ রান তুলে ভারত। এরপর আরও মারমুখী হন ভারতীয় ওপেনাররা। যার ফলস্বরূপ ১৪ ওভারেই একশ রানের ঘর পার হয়ে যায় টিম ইন্ডিয়া।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, ভারত, ম্যাচ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন