মহালছড়িতে বিপুলসংখ্যক বিদেশি সিগারেটসহ আটক ১

fec-image

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ১ হাজার ৭০০ কার্টুন বিদেশি সিগারেটসহ একজনকে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ।

এসব বিদেশি সিগারেটের মধ্যে ৯৫০ কার্টুন Super Slims Mond সিগারেট; যার আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা, ৭৫০ কার্টুূন premiun quality blend oris সিগারেট, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা, সর্বমোট ৩৪ লাখ টাকার সিগারেট আটক করা হয়।

মহালছড়ি থানা সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর রাত দেড়টার দিকে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসান খানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আরাফাত বিন ইউসুফ, সঙ্গীয় ফোর্সসহ মহালছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ির ২৪ মেইল এলাকা থেকে একটি পিকআপ গাড়ি থেকে ১ হাজার ৭০০ কার্টুন বিদেশি সিগারেটসহ একজনকে আটক করতে সমর্থ হয়।

আটককৃত ব্যক্তি সফিকুল আলম (২৩), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-মোসা. ছকিনা খাতুন, সাং-স্বনির্ভর বাজার, খাগড়াছড়ি সদর এলাকা থেকে। আটক কৃত ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলেও জানান মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাদান খান।

তিনি আরো জানান, মহালছড়ি থানাধীন এলাকায় আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এ রকম বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হয়, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহালছড়ি, সিগারেট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন