মহেশখালীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ 

fec-image

কক্সবাজারের মহেশখালী উপজেলায় সোমবার থেকে শুরু হওয়া এসএসসি সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৫ জন ছাত্রী পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিলেন। মহেশখালীর ৭টি কেন্দ্রের অধিনে ৩৪৭৫ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেওয়ার কথা।

সোমবার(৩ ফ্রেব্রুয়ারি) সরজমিন পরির্দশনে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার ফজলুল করিম।

উপজেলা দাখিল পরিক্ষার কেন্দ্র নং ১ পুটিবিলা ফাজিল মাদ্রাসায় অনুপস্থিত ছিলেন ১৫ ছাত্রী। কালারমারছড়া মইনুল ইসলাম মাদ্রাসায় ১ ছাত্রী, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ ছাত্রী, কালারমারছড়া হাই স্কুলে ২ ছাত্রী, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ ছাত্রী, মাতারবাড়ি হাই স্কুলে ২ জন ছাত্রী সহ মোট ২৫ জন ছাত্রী অনুপস্থিত ছিলেন।

এতো সংখ্যাক ছাত্রী এক সাথে অনুপস্থিত হওয়ার পেছনে অনুসন্ধান করে জানা গেছে সকলে বিবাহ করে শশুর বাড়ি যাওয়ার কারনে কেউ পরীক্ষায় অংশ নিতে পারেনি।

স্থানীয় সুশিল সমাজের অভিযোগ জনপ্রতিনিধিদের সহযোগিতায় মেয়েদের বয়স বাড়িয়ে দিয়ে কম বয়সে বিয়ে দেয়ার প্রবনতা রয়েছে বেশি।

উপজেলা নিবার্হী অফিসার জামিরুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক খোঁজ নিয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন