মা‌টিরাঙ্গায় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই র‌্যালী

fec-image

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণ সাংগ্রাই উপলক্ষ্যে এক বর্নাঢ‌্য র‌্যালী অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এ‌তে নানা বয়সী বিশেষ ক‌রে মারমা মে‌য়েরা বাহ‌রি র‌ঙ্গের নবব‌র্ষের পোশাক প‌ড়ে র‌্যালী‌তে অংশ গ্রহণ ক‌রে। আগামী ১৮ এ‌প্রিল উপ‌জেলার থ‌লিপাড়ায় সমাপ‌নী উৎসব ও পুরস্কার বিতরণ অনু‌ষ্ঠিত হ‌বে।

শুক্রবার (১১এপ্রিল) দুপু‌রের দি‌কে র‌্যালী‌টি উপ‌জেলা চত্বর হ‌তে শুরু হ‌য়ে মা‌টিরাঙ্গা পৌর শহ‌রের প্রধান সড়ক প্রদক্ষিন শে‌ষে উপ‌জেলার স্বাধীনতা স্কোয়ার্ড প্রঙ্গ‌নে সং‌ক্ষিপ্ত আ‌লোচনা সভা করা হয়। এ‌তে প্রধান অ‌তি‌থি ছি‌লেন মা‌টিরাঙ্গা উপ‌জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক ‌জিয়ারউর রহমান (জিয়া)।

বাংলা‌দেশ মারমা ঐক‌্য পরিষদ মা‌টিরাঙা উপ‌জেলা শাখার আ‌য়োজ‌নে অনু‌ষ্ঠিত অনুষ্ঠা‌নে সাংগ্রাই উদযাপন ক‌মি‌টির আহ্বায়ক মংসাইপ্রু মারমা সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন বাংলা‌দেশ মারমা ঐক‌্য পরিষদ মা‌টিরাঙা উপ‌জেলা শাখার সভাপ‌তি‌ থৈইঅংগ‌্য মারমা,সাধারণ সম্পাদক মনু মারমা, সাংগঠ‌নিক সম্পাদক সাই‌থ্য়োই মারমা ও ম‌হিলা ঐক‌্য প‌রিষদ সভাপ‌তি আক্র মারমা।

এই উৎসবের মধ্য পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতি আরো সু-দৃঢ় হওয়ার প্রত্যাশা ক‌রে আলোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে জিয়াউর রহমান ব‌লেন, ধর্ম যারযার উৎসব সবার। সাংগ্রাই উৎস‌বের মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশ তৈরি হয়েছে। গত ১৭ বছর মারমা সম্প্রদায়ে এধর‌ণের অনুষ্ঠান চো‌খে প‌ড়ে‌নি। আজ স্বাধীনভা‌বে নিজ নিজ উৎসব পালন কর‌ছে উপজা‌তিরা।

প‌রে এক ম‌নোজ্ঞ মারমা নৃত‌্য প‌রি‌বেশন করা হয়।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন