মাটিরাঙ্গায় যুবদলের বিক্ষোভ
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের লিফলেট বিতরণ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা পৌর যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দল।রোববার ২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টার দিকে মাটিরাঙ্গা উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।এতে পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, ছাত্রদলের আহ্বায়ক রানা প্রমুখ বক্তব্য রাখেন।ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ বক্তারা বলেন, দেশের মাটিতে কোন নৈরাজ্য সহ্য করা হবেনা। দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত ও ওয়াদুদ ভুইয়ার হাতকে শক্তিশালি করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।এসময় পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: বিক্ষোভ, মাটিরাঙ্গা, যুবদল
Facebook Comment