মাটিরাঙ্গার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজকর্মী নির্বাচিত পৌর মেয়র

r02483

সিনিয়র রিপোটার:

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজকর্মী নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মাটিরাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. শামছুল হক।

সোমবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, প্রাথমিক শিক্ষা পদক, শিক্ষা মেলা ও শিক্ষক সমাবেশে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার. জেনারেল মো. কামরুজ্জামান এনডিসি, পিএসসি-জি।

তবলছড়ি গ্রীণহিল কলেজ ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রাখেন মো. শামছুল হক। এছাড়াও মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় তার গুরুত্বপুর্ণ অবদান ছিল। দুই ছেলে ও তিন মেয়ের জনক মো. শামছুল হক ব্যাক্তিগত জীবন একজন শিক্ষানুরাগী হিসেবে সব মহলেই প্রশংসিত।

এদিকে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজকর্মী নির্বাচিত হওয়ায় মো. শামছুল হককে রাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচিত, বিদ্যোৎসাহী, মাটিরাঙ্গার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন