মাটিরাঙ্গায় স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বামী গ্রেফতার

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার ৩নং বড়নাল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাদু মিয়া পাড়া ২য় শ্বশুর আহসান হাবিবের বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
রবিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আনোয়ার হোসেন একই ওয়ার্ডের ইদ্রিস মিয়া পাড়ার মো. এনামুল হকের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভা ২নং ওয়ার্ড নতুনপাড়ার আব্দুর রবের মেয়ে ও গ্রেফতারকৃত আসামি আনোয়ারের প্রথম স্ত্রী বিবি কুলসুম যৌতুক বিরোধী আইনে স্বামী আনোয়ারের বিরুদ্ধে আদালতে মামলা করেন । তারই প্রেক্ষিতে গত ৩/১১/২১ ইং তারিখে যৌতুক বিরোধী আইনের ৩ ধারায় আসামি আনেয়ারকে দোষী সাব্যস্ত করে ৩ বৎসর সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে বিধি মোতাবেক গ্রেফতারি পরোযানা জারি করেন বিজ্ঞ আদলত। গ্রেফতার এড়াতে আসামি আনোয়ার দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার কাজ প্রত্রিয়াধীন রয়েছে । থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।