মাটিরাঙ্গা সেনা জোনের কৃষি উপকরণ বিতরণ

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক অসহায় দরিদ্র কৃষকদের মাঝে ফলজ, বনজ গাছের চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ মে) বিকালের দিকে উপজেলার সাপমারা আর্মি ক্যাম্পের অধীন ১০ টি পাহাড়ী এবং ১০টি বাঙালি পরিবারের মাঝে মোট ১৪ প্রজাতির মৌসুমি শাক-সবজির বীজ এবং সার বিতরণ করা হয়। এছাড়াও ২০৫ জন পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ ৮৫ টি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।