মানিকছড়িতে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী মো. মনির হোসেন।
বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ।
এ সময় বালু ব্যবসায়ী মো. মনির হোসেন(৩৭)-কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫(১) ধারায় অপরাধ ও ১৫ ধারায় শাস্তির আওতায় ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুম্পা ঘোষ।
ঘটনাপ্রবাহ: জরিমানা, বালু, মানিকছড়ি
Facebook Comment