মানিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে শোক

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল এর মমতাময়ী মা চন্দ্র বানু মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৭ এপ্রিল) রাত ৯টায় উপজেলার বড়বিলস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়ছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ,৩ কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
শনিবার (৮ এপ্রিল) সকাল ১০টায় বড়বিল মাদরাসা মাঠে কয়েক শত মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ রাজ্জক, ম্রাগ্য মারমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম.এ জব্বার, মো. মাঈন উদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল আলম চৌধুরী, দুপ্রক সভাপতি মো. আতিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তর, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবদুর রহিম, আবুল কালাম আজাদ, ক্যয়জরী মহাজন, বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, উপজেলা আওয়ামী ওলামা লীগ সভাপতি মাও. বেলাল উদ্দীন, মডেল মসজিদের ইমাম মাও. আহমদুল হক প্রমুখ।