মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ১ জন ঘটনাস্থলে নিহত ও ৮ জন আহত হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) পৌনে ৩টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সাপ মারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী শান্তি পরিবহন (ঢাকা মেট্রো -ব ১৪-৪২৯১) সাপমারা পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একই সময় বিপরীত দিক থেকে আসা (পাহাড়ে উঠাবস্থায়) পাথর বোঝাই ট্রাককে (চট্টমেট্রে-শ ১১-৩০৫৯) ধাক্কা মারে। এতে ট্রাকটি খাদে পড়ে যাওয়া নিশ্চিত জেনে ট্রাকের চালক রাজন লাফ দিলে শান্তি পরিবহনের গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
রাজন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বেরি বাজার গ্রামের তাজুল ইসলামের ছেলে বলে জানা যায়।
এ সময় শান্তি পরিবহনের চালকসহ ২ জনকে আহত অবস্থায় খাগড়াছড়ি হাসপাতালে নেয়া হয়েছে জানা গেছে। তবে চালক ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
মাটিরাঙ্গ থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি ভিডিওতে দেখুন: