মিয়ানমারের মন্ডুতে শিশুসহ অন্তত ৮০ নারী-পুরুষ নিহত
মিয়ানমার ভূখণ্ড দখল বেদখল’র জের ধরে চলমান সংঘর্ষে মন্ডু টাউনশীপে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি (এ এ)’র ড্রোন হামলার শিকার হয়েছে মন্ডু শহরের নির্যাতিত মুসলিম বাসিন্দারা। এতে শিশুসহ অন্তত ৮০ নারী-পুরুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সূত্রে জানতে পারি, বুধবার ভোর রাতে মন্ডু শহরে বিদ্রোহী আরকান আর্মি জান্তা সরকারের বিভিন্ন জায়গা হামলা করবে জানিয়ে নিরীহ মুসলিমদের সরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পরবর্তী প্রাণ রক্ষার্থে এপারে (বাংলাদেশে) আসতে প্রায় ৫শত বাসিন্দা ফজি পাড়ার পশ্চিম ঘেরের পাড়ে নিরাপদ স্থানে জড়ো হওয়া মাত্র সুকৌশলে বিদ্রোহীরা সন্ধ্যার নাগাদ ড্রোন হামলা চালিয়ে প্রাণে মারে অন্তত ৮০ জনের অধিক। নিহতদের লাশগুলো নেওয়ার মানুষ নাই! স্থানে কেউ যেতে পাচ্ছে না। থমথমে পরিস্থিতি, স্বজনদের আজাহারীতে আকাশ বাতাস ভারি হয়ে গেছে।
সূত্র আরো জানায়, মন্ডুর বিভিন্ন পাড়া থেকে বিদ্রোহীরা জান্তা সরকারের বিপক্ষে যুদ্ধ করতে হবে মর্মে বেশকজন যুবকদের ধরিয়ে নিয়ে গেছে, এমনকি কয়েকজন থেকে মোটা অংকের টাকাও আদায় করেছে ।
গেল ২০১৭ সাল থেকে বাস্তুচ্যুত হয়ে ধাপে ধাপে সীমান্ত পেরিয়ে এ পর্যন্ত ১২ লাখেরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। তাদের সামলাতে গড়িমসি খাচ্ছে সরকার, তার উপর আবারও অনুপ্রবেশ হওয়া আশঙ্কা রয়েছে। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ, উখিয়া, নাইক্ষ্যংছড়ি সীমান্তে দায়িত্বরত বিজিবি সতর্ক অবস্থানে রযেছে। ইতিমধ্যে বিভিন্ন পয়েন্ট থেকে বেশকজন অনুপ্রবেশকারীদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।