মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে সংবাদকর্মীর বাড়িতে, স্থানীয়রা আতঙ্কে!


ফের মিয়ানমারের অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বান্দরবানের ঘুমধুম সীমান্তের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রথম প্রহরে মিয়ানমার থেকে ছোড়া একটি তাজা গুলি এপারে পড়ে। অনেকের বসতভিটার গাছপালায় এসেও গুলি পড়েছে। স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসানের তুমব্রুস্থ বসত বাড়িতে ভেদ করে পড়ে একটি তাজা গুলি।
স্থানীয় বাসিন্দা মো. ওসমান বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মিয়ানমারের ওপারে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে, এমন শব্দ ভেসে আসে এপারে। ফলে স্থানীয়দের মধ্যে এক প্রকার অজানা আতঙ্ক বিরাজ করছে। মিয়ানমারের ওপারে নতুন করে গোলাগুলি হওয়ায় সীমান্ত এলাকায় বিজিবি’র টহল তৎপরতা বাড়িয়েছে, এমন দৃশ্য দেখা যায়।
স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসান বলেন, আমার বাড়িতে রাত সাড়ে বারোটার দিকে একটি গুলি এসে পড়ে। এতে টিনের চালা কাটা পড়ে। খবর পেয়ে তুমব্রু বিওপির বিজিবি ও ঘুমধুম পুলিশের পৃথক দু’টি দল গুলি পড়ার স্থানে যান। তাজা গুলিটি ঘুমধুম পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যান।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জাফর ইকবাল বলেন, তুমব্রু সীমান্তে যে বাড়িতে ছোড়া গুলি এসে পড়েছে, সেখানে গিয়ে তাজা গুলিটি নিয়ে আসি।