মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও কোমল পানীয় রাখায় রাইখালী ৪ দোকানিকে জরিমানা
রাঙ্গামাটির রাইখালী ইউনিয়নে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১২টা হতে ২টা পর্যন্ত রাইখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী হাকিম মো.মহিউদ্দিন।
ভ্রাম্যমাণ বাজার মনিটরিং কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ কমল পানীয় ও বিস্কুট রাখার দায়ে ৪ দোকানিকে ১৫ হাজার ৫শ’টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় কাপ্তাই নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস এবং থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
ঘটনাপ্রবাহ: জরিমানা
Facebook Comment