মে হে দী হা সা ন প লা শ
বাবার স্মৃতি
শীত তাড়াতে দিলাম গায়ে বাবার দেয়া চাদর
বুক জড়িয়ে দিচ্ছে বাবা স্মৃতি মাখা আদর।
এই চাদরটা বোনা যেন বাবার বুকের লোমে
এই চাদরে তাপ খুঁজে পাই বাবার বুকের ওমে।
বাবা তুমি কোথায় আছ এমন প্রবল শীতে?
বেহেস্ত্ থেকে তাপ যেন পাও তোমার কবরটিতে।
Facebook Comment