রাঙামাটিতে প্রতিবাদের আগুনে পুড়লো ‘প্রথম আলো’ পত্রিকা
![fec-image](https://www.parbattanews.com/wp-content/uploads/2022/09/3-8.jpg)
পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট নিয়ে উস্কানিমূলক সংবাদ পরিবেশন, জাতিগত বিদ্বেষ তৈরি, একটি বিশেষ গোষ্ঠির এজেন্ডা বাস্তবায়ন এবং সম্পাদকীয় প্রকাশের প্রতিবাদে পার্বত্য এলাকার সকল জনগোষ্ঠিকে ‘প্রথম আলো’ পত্রিকা বর্জনের ডাক দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বনরূপা এলাকায় প্রতিবাদ সভার মাধ্যমে পত্রিকাটি বর্জনের ডাক দেওয়া হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘প্রথম আলো’ পাহাড়ের শান্তি চাই না। পত্রিকাটি একটি বিশেষ গোষ্ঠির এজেন্ডা বাস্তবায়নে কাজ করে। পাহাড়ি একটি সন্ত্রাসী সংগঠনের চাঁদার টাকায় পত্রিকাটির ব্যবস্থাপনা পরিচালনা করা হয়।’
বক্তারা আরও বলেন, ‘গণমাধ্যমের ভূমিকা হওয়া উচিত ছিলো- নিরপক্ষ সংবাদ পরিবেশন করা। পাহাড়ে বাঙালিসহ আরও ১৩ জনগোষ্ঠি বসবাস করে। অথচ ‘প্রথম আলো’ ১৩টি জনগোষ্ঠির অধিকার আদায়ের কথা না বলে শুধু একটি বিশেষ গোষ্ঠির স্বার্থ আদায়ে কাজ করে। তাই পার্বত্য বাসিন্দাদের উচিত ‘প্রথম আলো’ পত্রিকা বর্জন করা। এসময় বক্তারা পার্বত্য বাসিন্দাদের ‘প্রথম আলো’ পত্রিকা বর্জন করতে উদাত্ত আহ্বান জানান।’
বিক্ষোভ সভা শেষে সংগঠনটির নেতৃবৃন্দ প্রতিবাদ স্বরূপ পত্রিকাটি আগুনে পুড়িয়ে দেয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিব আজম এর সভাপতিত্বে এসময় পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি সদও উপজেলার সভাপতি ছগির আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা কমিটির প্রচার সম্পাদক হুমায়ন কবির, ছাত্র নেতা মো. শহিদুল ইসলাম, মো. সজিব, মো. আরিফ এবং আব্দুর রাজ্জাক।