রাঙামাটিতে ভুয়া চক্ষু চিকিৎসক, জরিমানা ৫০ হাজার
রাঙামাটি চক্ষু হাসপাতালে ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শামীম হোসেন জরিমানা প্রদান করে।
অভিযান পরিচালনাকালে এনডিসি বলেন, একজন ভুয়া চক্ষু চিকিৎসক চক্ষু রোগীর চিকিৎসা প্রদান করছে এমন তথ্য পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমরুল হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: জরিমানা, রাঙামাটি
Facebook Comment