রাঙামাটিতে হিলমুন সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা
রাঙামাটি শহরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে হিলমুন সুইটস নামের একটি দোকান মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) রিজার্ভবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ বলেন, ময়লা, দুর্গন্ধযুক্ত খাবার রাখা ও বিক্রয় করার অভিযোগে একটি মিষ্টির দোকানদারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, এ ধরণের অভিযান অব্যাহত রাখা হবে। অস্বাস্থ্য খাবার খেয়ে মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়ে সেই লক্ষ্যে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ বিন ইকরাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী, রাঙামাটি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।