হাইকোটের রুল জারি

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন কেন অবৈধ নয়

fec-image

দুই সদস্যকে দায়িত্ব পালনে বিরত থাকার আদেশ

রাঙামাটি জেলার প্রত্যেক উপজেলা থেকে সদস্য না নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন দেশের সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক নয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তীকালীন পরিষদ পুনর্গঠনের প্রজ্ঞাপনটি (২৯,০০,০০০০,০০০,২১৪, ১৮, ০০২২, ২৪, ১১৯, তারিখঃ ০৭ নভেম্বর’২০২৪ খ্রিঃ) কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে মহামান্য হাইকোট। একই সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রনতি রঞ্জন খীসা ও রাঙাবী তংচংগাকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন মহামান্য আদালত।
রবিবার (০৯ মার্চ) মহামান্য হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এ আদেশ প্রদান করা হয়।
এ্যাডভোকেট রাজীব চাকমা, জসিম উদ্দিন, পুলিন বিহারী চাকমা ও উথান মারমা মহামান্য হাইকোটে একটি রিট করলে রবিবার মহামান্য হাইকোর্ট থেকে এ আদেশ প্রদান করা হয়।
রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের আইনজীবী মোঃ সুলতাল উদ্দিন, নিবোলাস চাকমা, রতন কুমার ।
রিটকারিদের আইনজীবী এ্যাডভোকেট মো. সুলতান উদ্দীন জানিয়েছেন, মহামান্য আদালত রিট আবেদনটি বিবেচনায় নিয়ে প্রতিটি উপজেলা থেকে সদস্য নিয়োগ না করে জেলা পরিষদ পুনর্গঠন কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়, তা জানতে ও এবং প্রজ্ঞাপনটি কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন এবং পরিষদের দুই সদস্য রাঙাবি তঞ্চঙ্গ্যা ও প্রণতি রঞ্জন খীসাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন।
কেন দুই সদস্যকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দেয়া হয়েছে জানতে চাইলে এই আইনজীবী বলেন, এদের মধ্যে রাঙাবি তঞ্চঙ্গ্যা বৈবাহিকসূত্রে নিজের পরিচয় পরির্তন করায় নিজ জনগোষ্ঠীর কোটায় বিবেচিত হতে পারেন না এবং প্রণতি রঞ্জন খীসার বিরদ্ধে হত্যা মামলা আছে, যা থেকে তিনি দায়মুক্ত নন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার জানিয়েছেন, আদালতের বিষয়টি আমি শুনেছি, বিস্তারিত এখনো জানি না। কাগজপত্র হাতে পাওয়ার পর সবার সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নিব আমরা।’
এর আগে, গত বছরের ৫ আগষ্ট সরকারি পরিবর্তনের পর পুনর্গঠিত হয় তিন পার্বত্য জেলা পরিষদ। কিন্তু জেলার দশটি উপজেলা থেকে প্রতিনিধি না নেয়া, এক সম্প্রদায় থেকে নিয়ে অন্য সম্প্রদায় বলা , হত্যা মামলার আসামীকে সদস্য করা এবং একই পরিবারের একাধিক সদস্যকে নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠিত হওয়ায় অভিযোগ উঠলে ব্যাপকভাবে সমালোচনা শুরু হয়। এরই প্রতিবাদে রাঙামাটির জুড়াছড়ি, বরকল, কাউখালী ও রাজস্থলী উপজেলার জনসাধারণ মিছিল মিটিং স্মারকলিপি পেশ করে । পরবর্তীতে বঞ্চিত চার উপজেলাবাসীর পক্ষে উচ্চ আদালতে রীট করেন এ্যাডভোকেট রাজীব চাকমা, জসিম উদ্দিন, পুলিন বিহারী চাকমা ও উথান মারমা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন