রাঙ্গামাটিতে পানিতে ডুবে যুবক নিখোঁজ
রাঙ্গামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে রিমেশ চাকমা (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (২৫ জানুয়ারি) উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নে ঝাক্কোবাজেই পাড়ায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার তৈমির আলী নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে আরও জানা যায়, শনিবার সকালে ৮টার দিকে রিমেশ চাকমা ও তাঁর মা ঝরবি চাকমা কলাবুনিয়ায় বাজারে শাক-সবজি বিক্রি করতে যান। বেচা বিক্রি শেষ করে সকাল ৯টা ৪৫ মিনিট সময়ে কলাবুনিয়া বাজারঘাট থেকে ঝাক্কোবাজেই পাড়ায় নৌকাযোগে পারাপারের সময় হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে যায় রিমেশ চাকমা।
পরে মায়ের আত্মচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে অনেক খোঁজাখুজি করার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ যুবক ৪নং ভূষণছড়া ইউনিয়নের মৃত স্বর্ণ কুমার চাকমার ছেলে। সে একজন বাক-প্রতিবন্ধি ও মৃগী রোগ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।