রাজস্থলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালন
রাঙামাটি রাজস্থলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে মানববন্ধন ও র্যালি আয়োজন করা হয়।
পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইসচেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার, মহিলা সভা নেত্রী লংবতি ত্রিপুরা প্রমুখ।
আলোচনা সভা শেষে রোকেয়া দিবসে জয়িতা পুরস্কার প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক সহ সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।