রামগড়ে ফলদ গাছ কাটার প্রতিবাদে বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাইলাভাঙ্গা এলাকায় সন্ত্রাসীরা রুহুল আমিন নামে এক কৃষকের দুই হাজারের বেশি ফলদ ও বনজ গাছ কেটে ফেলার প্রতিবাদে শুক্রবার সকালে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও বিক্ষুদ্ধ এলাকাবাসী জালিয়াপাড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এতে সভাপতিত্ব করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি আবদুল মজিদ । সমাবেশে বাঙ্গালী ছাত্র পরিষদের নেতারা অভিযোগ করে বলেন, চাঁদা না দেওয়ায় শতাধিক সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীরা গত বুধবার রাতে রুহুল আমিন নামে এক কৃষকের দুই হাজারের বেশি ফলদ ও বনজ গাছ কেটে ফেলে। এর আগেও উপজাতীয় সন্ত্রাসীরা একই উপজেলার পাতাছড়া, মাহবুবনগর ও বড়পিলাকসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার ফলজ ও বনজ গাছ কেটে ফেলে।
বক্তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে সড়ক অবরোধ, হরতালসহ কঠিন কর্মসূচী প্রদানের হুমকি দেন।
এ সময় পার্বত্য বাঙ্গালী ছাত্র পারষদের জেলা কমিটির সদস্য সোহেল রানা, সোহাগ হোসেন, খাইরুল ইসলাম, সালমা আক্তারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পুলিশ প্রশাসনের আশ্বাসে বিকাল দুইটার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধরা।