মা‌টিরাঙ্গায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

fec-image

সংগঠনের ৪ নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে মা‌টিরাঙ্গায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধের কারণে মা‌টিরাঙ্গা উপ‌জেলায় দূরপাল্লার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মা‌টিরাঙ্গা পৌর সদরে মা‌ঝে মা‌ঝে ২‌/১টি অ‌টো ও মোটরসাই‌কেল চলাচল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়ে‌ছে।

উপজেলার বি‌ভিন্ন সড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রি‌পোর্ট লিখা পর্যন্ত কোন অ‌প্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) কৃঞ্চ কমল ধর জানান, এলাকার সা‌র্বিক প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক রাখ‌তে পু‌লিশ তৎপর র‌য়ে‌ছে।‌ কোন কোন অ‌প্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

উল্লেখ, গত সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে খাগড়াছড়ি জেলার দুর্গম সীমান্ত এলাকার পাহাড়ি জনপদ পুজগাং এর অনিলপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয় ইউপিডিএফ প্রসীত গ্রুপের অঙ্গ-সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা। এসময় সন্ত্রাসীরা আরো ৩ জনকে ধরে নিয়ে য়ায়। পরে অপহৃতদের উদ্ধার করে সেনাবাহিনী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, মাটিরাঙ্গা, সড়ক অবরোধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন