রামগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার দাফন


খাগড়াছড়ির রামগড়ে বীর মুক্তিযোদ্ধা মো. চাঁন মিয়াকে (৮১) রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদান শেষে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের ইসলামপুর (বল্টুরামটিলা) জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন বীর মুক্তিযোদ্ধার মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। রামগড় থানার উপ পরিদর্শক সামছুল আমীনের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হক, ,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের লোকজন।
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে তিনি বুধবার দিবাগত রাত তিনটায় (২৬ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মো.চাঁন মিয়া ১নং সেক্টরের আওতায় পাবর্ত্য এলাকার বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।