রামুতে দরিদ্র শিক্ষার্থী ও অসুস্থদের সহায়তায় চেক বিতরণ করলেন এমপি কমল
তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, দরিদ্র, অসহায়, দুস্থ, ভূমিহীন মানুষের কল্যাণে বর্তমান সরকার সবচেয়ে বেশি অবদান রাখছে। প্রতিটি মানুষ যেন দেশে শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারে, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, দেশ ও মানুষের উন্নয়নে শেখ হাসিনা সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু শোনেন। এজন্যই আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। বিশ্বমন্দা সত্ত্বে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ রয়েছে। আমাদের দেশে চালের দাম এখনো ভারতের চেয়ে কম। করোনায় আমেরিকায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। কিন্ত প্রধানমন্ত্রীর দৃঢ়তায় এদেশে স্বাস্থ্য বিভাগের কর্মদক্ষতায় করোনা প্রতিরোধ সম্ভব হয়েছে। বিনামূল্যে ও যথাসময়ে জনসাধারণকে করোনার ভ্যাকসিন দেয়া হয়েছে।
এমপি সাইমুম সরওয়ার কমল সোমবার (১৮ জুলাই) বেলা ১২টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত দরিদ্র শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রামু উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদ, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার রনধীর বড়ুয়া, মুক্তিযোদ্ধা গোলাম কবির, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূইয়া, রামু কলেজের অধ্যাপক আবদুল হক, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিক, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আমানুল হক। পরে অতিথিবৃন্দ ৪২ জন দরিদ্র শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তির হাতে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
রামু উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব জানিয়েছেন, অনুষ্ঠানে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদান থেকে ১৯ জন দরিদ্র শিক্ষার্থী এবং ২৩ জন অস্বচ্ছল-অসুস্থ ব্যক্তির হাতে ৪২ টি আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বিতরণকৃত অর্থের পরিমাণ ১ লাখ ৮৫ হাজার টাকা।
এদিকে সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল সোমবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ও বাংলাবাজারে সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। বিকালে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতি পাড়ায় শেখ কামাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যায় খুরুশকুল বঙ্গবন্ধু বাজারে বাংলাদেশ ছাত্রলীগ সদর উপজেলা শাখা আয়োজিত সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শহীদ ফয়সাল উদ্দিন স্মরণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।