রামুতে পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান


রামুর অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুরে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজনীন সরওয়ার কাবেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ছালামত উল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামশুল আলম মন্ডল, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতব্বর, বিদ্যালয়ের দাতা সদস্য ইউনুচ রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, পরিচালনা কমিটির সদস্য মোক্তার আলম হেলালী, গিয়াস উদ্দিন কোম্পানী, তানভীর সরওয়ার রানা। অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আকতার কামাল সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের মতো অভিভাবকদের মুখ্য ভুমিকা রাখতে হবে। ছেলে মেয়েদের তীক্ষ্ণ নজরদারির পাশাপাশি সন্তানদের পারিবারিক অনুশাসনের মধ্যে গড়ে তুলতে হবে। নানান অসঙ্গতির বিরুদ্ধে তাদের ভেতরে সচেতনতা সৃষ্টি করতে হবে।
বক্তারা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরা তাদের মেধা বিকশিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উল্লেখ্য, বিকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে, ছাত্রীদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। রাতে বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।