রামুতে বিদ্যুস্পৃষ্টে ১ জনের মৃত্যু


রামুতে বিদ্যুস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন শামসুল আলম নামের এক ব্যক্তি। তিনি উপজেলার চাকমারকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৌজিমেরদ্বীপ এলাকার নুরুল হকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন জানিয়েছেন, শামসুল আলমের বাড়ির বিদ্যুৎ সংযোগের তারটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়।
বৃহষ্পতিবার সন্ধ্যায় তারটি উপরে তুলে রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শামসুল আলম (৫০)। প্রতিবেশীরা তাকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পরিবার-পরিজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ঘটনাপ্রবাহ: বিদ্যুস্পৃষ্টে
Facebook Comment