রাশিয়ার দুই বিমানঘাঁটিতে বিস্ফোরণ
রাশিয়ায় দেশটির সামরিক বাহিনীর দুইটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত দুই বিমানঘাঁটির অবস্থান রাশিয়ার ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশ’ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে এসব বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ সম্পর্কে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রিয়াজান শহর সংলগ্ন বিমানঘাঁটিতে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওই ঘাঁটিতে এই বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ছয় জন।
সারাতোভ অঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে বিস্ফোরণে আরও দুই জন আহতের খবর পাওয়া গেছে। মনে করা হয়, এই ঘাঁটিতে মস্কোর কৌশলগত দূরপাল্লার যাবতীয় বোমারু বিমান নোঙ্গর করা আছে।