কক্সবাজারে হোপ মেটারনিটি এন্ড ফিস্টুলা সেন্টার উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক

‘রোহিঙ্গা ক্যাম্প থেকে যাতে বাহিরে ডেঙ্গু রোগ না ছড়ায়, সজাগ স্বাস্থ্য বিভাগ’

fec-image

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, করোনা ভ্যাক্সিনের তৃতীয় ডোজ ও চতুর্থ ডোজ দেয়া হচ্ছে। দেশের আশি থেকে নব্বই ভাগ মানুষ করোনা ভ্যাক্সিনের ডোজ নিয়েছে। গত কয়েক দিনে করোনার প্রকোপ একটু বাড়লেও সরকারের স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে। আশঙ্কিত হওয়ার কোন কারণ নেই। তিনি জানান, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু একটু বেড়েছে। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি নিয়েও স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে। দেশের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। চিকিৎসক নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়েছে; যাতে তারা ডেঙ্গু রোগের সঠিক চিকিৎসা দিতে পারে।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা গ্রামে বেসরকারি উদ্যোগে হোপ মেটারনিটি এন্ড ফিস্টুলা হাসপাতাল উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

ডেঙ্গু রোগের হটস্পট হিসেবে কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্পে আলাদা নজরদারি রয়েছে জানিয়ে মন্ত্রী জাহিদ মালেক বলেন, “রোহিঙ্গা ক্যাম্প থেকে যাতে বাহিরে ডেঙ্গু রোগ না ছড়ায়; সে ব্যাপারে সজাগ রয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সাথে সারাদেশের স্বাস্থ্য বিভাগকে ডেঙ্গু রোগের বিস্তার রোধ নিয়ে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। “

তিনি জানান, দেশের প্রাথমিক স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করেছে সরকার। সারাদেশে কমিউনিটি ক্লিনিক করে প্রধানমন্ত্রী জাতিসংঘে পুরস্কৃত হয়েছেন।

হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডা. ইফতেখার মাহমুদ মিনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হাসপাতালের উদ্বোধনকালে বক্তব্য রাখেন কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও ব্যুরো’র মহাপরিচালক মো. মনিরুজ্জামান, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অতিরিক্ত সচিব নাজমুল হক খান ও কক্সবাজারের সিভিল সার্জন মো. মাহবুবুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন