র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-২
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে ছয় হাজার ২৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩১ লাখ ২৭ হাজার ৫শ টাকা।
আটককৃতরা হলো- উখিয়ার জালিয়াপালংয়ের মৃত নুর ইসলামের পুত্র নুরুল হক (৩২) ও রামুর ধেছুয়াপালংয়ে নুরুন নবীর ছেলে মো. রফিকুল ইসলাম (২২)।
রবিবার (২০ অক্টোবর) বিকেলে কলাতলীর মেরিন ড্রাইভ রোডের সোনার গাঁ চিংড়ি প্রকল্প এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কক্সবাজার সদরের কলাতলীর মেরিন ড্রাইভ রোডের র্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৬ হাজার ২৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের সহ উদ্ধারকৃত ইয়াবা কক্সবাজার সদর মডেল থানায় পরবর্তী কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।