লংগদুতে অসুস্থ বন্যহাতিটিকে আবারো চিকিৎসা দিল বনবিভাগ

fec-image

রাঙামাটির লংগদুতে দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় ভাসান্যদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় দুটি বন্যহাতি অবস্থান করছে। তার মধ্যে একটি হাতি গুরতর অসুস্থ রয়েছে। খবর পেয়ে রাঙামাটি বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায়, স্থানীয় বনবিভাগের তৎপরতায় বুধবার (৭ জুন) বেলা ২টার দিকে ডাক্তার হাতেম সাজ্জাদ ভেটেনারি অফিসার কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ ১৪ জনের একটি মেডিকেল টিম হাতিটিকে চিকিৎসা দিতে আসে।

ডাক্তার হাতেম সাজ্জাদ বলেন, আমরা গত ২৯ তারিখেও হাতিটিকেও প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে যাই, এখন আবারো অবস্থা খারাপ দেখে আমরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এবং আশা করি হাতিটি সুস্থ হয়ে বনে ফিরে যাবে।

ডাক্তাররা বলছেন, হাতিটির বা পায়ে পুরনো একটি ক্ষত রয়েছে, যার ফলে হাতিটি পা নাড়াচাড়া করতে পারছেনা,তবে চিকিৎসার পরবর্তী হাতিটি সুস্থ হবে বলে আশ্বস্ত করেন তারা।

উপজেলার ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, বনবিভাগ অসুস্থ্য বন্যহাতিটিকে প্রথমবার চিকিৎসা দেওয়ার পর হাতিটি কিছু দূর গিয়ে আবার থেমে যায়। পুরোপুরি সুস্থ না হওয়ায় হাতিটি হাটতে পারছিলো না। পরে বনবিভাগকে জানাই।

উল্লেখ্য, এর আগেও গত ২৯ মে হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয় রাঙামাটি বনবিভাগ। এসময় পাবলাখালি রেঞ্জ কর্মকর্তা সজিব মজুমদার ও স্থানীয় চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চিকিৎসা, বনবিভাগ, বন্যহাতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন