লংগদুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাঙামাটির লংগদুতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শরীফ মিয়া (২৫) নামে এক যুবক।
গতকাল বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে নিজ বসতঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শরিফ মিয়া লংগদু উপজেলার ৪নং মাইনীমুখ ইউনিয়নের সোনাই ৪নং ওয়ার্ডের মৃত দিন ইসলামের ছেলে।
শরীফের বড় বোন হাসিনা আক্তার জানান, শরিফ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তারাবিহ নামাজ পড়ে ভাইকে ডাকাডাকি করলে কোন সাড়া দিচ্ছিল না। এ সময় ঘরেের ভিতর থেকে দরজা বন্ধ পেয়ে পাশের ঘরের টিনের ফাঁকা দিয়ে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে সে। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করে বাহির থেকে অনেক চেষ্টা করে দরজা খোলা হয়। ততক্ষণে সে গলায় ফাঁস দিয়ে মারা যায়।
এ অবস্থায় লংগদু থানায় খবর দিলে লংগদু থানার এসআই রাসেল মোল্লার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
লংগদু থানার অফিসার ইনচার্জ মো. হারুন রশীদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রির্পোট আসলে আসল ঘটনা জানা যাবে।