লংগদুতে হ্রদের পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাঙামাটির লংগদু উপজেলায় (কাপ্তাই) হ্রদের পানিতে ডুবে সাবিনা আক্তার(৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের সালামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সাবিনা আক্তার ওই এলাকার বাসিন্দা মো. মানিকের কন্যা।
নিহতের স্বজন স্বপ্না আক্তার জানান, সাবিনা আক্তার আমার চাচাতো বোন হয়। দুপুরে সাবিনাকে কোথাও খুঁজে না পেয়ে আমি এবং সাবিনার মা ও আরও কয়েকজন বাড়ির পশ্চিম পাশে গোসল করার ঘাটে গিয়ে পানিতে খুঁজাখুঁজি করা সময় পাওয়া গেলে পরে কয়েকজন মিলে তাকে উদ্ধার করে মাইনীমুখ ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাবিনা আক্তার মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিল বলে জানান, তার স্বজনরা।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।