লংগদুতে মটরবাইক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত ২

fec-image

রাঙ্গামাটির লংগদুতে মটরবাইক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাইক চালক লোকমান (৩৫) ও যাত্রী শাহাদাত (৩২) গুরতর আহত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার মাইনীমুখ বাজার থেকে একজন যাত্রী নিয়ে মটরবাইকটি লংগদু সদরে যাচ্ছিলো। সাইড থেকে হঠাৎ ট্রলিটি রাস্তার উপর চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সাথে সাথে স্থানীয়রা তাদের উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে ভর্তি করান ।

পরে বাইক চালক লোকমানকে আশঙ্কাজনক অবস্থায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি দেখে লোকমানকে চট্টগ্রাম রেফার করা হয়েছে।

গুরতর আহত লোকমানের বড় ভাই রমজান বলেন, আমার ছোট ভাই রমজান পেশায় একজন মটর সাইকেল চালক, সে প্রতিদিনের ন্যায় আজও ভাড়া নিয়ে লংগদু যাওয়ার সময় বাই রোড থেকে অতর্কিতভাবে একটি ট্রলি মেইন রোডে চলে আসলে সাথে সাথেই মুখোমুখি সংঘর্ষ হয়ে যাত্রীসহ আমার ভাই গুরতর আহত হয়। আমার ভাই আশঙ্কাজনক অবস্থায় আছে। আমি এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার চাই।

ইবনেসিনা হাসাপাতালের নিয়মিত ডাক্তার মো. মানসুরুর রহমান বলেন, একজন রোগীকে গুরতর অবস্থায় আমাদের এখানে নিয়ে আসেন, পরে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাকে চট্রগ্রাম রেফার করি।

বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা বিষয়টি অবগত আছি অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, ট্রলি, মটরবাইক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন