লংগদুর বাইট্টাপাড়া বাজারে ৩৫টি দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি


রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ৩৫টি দোকান ছাই হয়ে গেছে ।
শনিবার (২১ জানুয়ারি) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে জনৈক তসলিম মিয়ার ওয়ার্কশপ দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার ঘটনার সূত্রপাত বলে এলাকাবাসীরা জানায়।
বাইট্টাপাড়া বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সোহরাব হোসেন জানান, আগুন লাগার সময় তসলিম মিয়ার ওয়ার্কশপ দোকানটি বন্ধ ছিল। দোকানের ভিতর হঠাৎ শব্দ হওয়াতে আমরা বিতরে আগুন জ্বলা অবস্থায় দেখি। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে ঘটনাস্থলে এলাকার স্থানীয় জনসাধারণ, লংগদু জোন (৩ বীর) সেনাসদস্য, লংগদু থানা পুলিশ ও বাইট্যাপাড়া আনসার ব্যাটালিয়নের সদস্যদের সার্বিক সহায়তায় প্রায় সাড়ে ৫ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে দিঘীনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পর অবশিষ্ট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন । বাজারের গোডাউন, ফার্নিচার দোকান এবং অন্যান্য দোকানসহ সর্বমোট ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ২ কোটি টাকা।