ড. নূরুজ্জমান

সমতলের সাথে টিকে থাকতে হলে পার্বত্য চট্টগ্রামে উন্নযনের বিকল্প নেই

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন ও অর্থনীতিবীদ পরামর্শক যুগ্ন সচিব ড. নূরুজ্জমান বলেন, সমতলের সাথে টিকে থাকতে হলে পার্বত্য চট্টগ্রামে উন্নযনের কোন বিকল্প নেই।

তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য,পানি সরবরাহ, স্যানিটেশন, বিদ্যুৎ সংযোগ, মোবাইল নেটওয়ার্ক, যোগাযোগ ব্যবস্থা জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে এ পার্বত্য পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে হবে।

শনিবার (৫ এপ্রিল) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলার কুইক্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মত বিনিময় সভায় পার্বত্য চট্রগ্রাম মন্ত্রণালয়ের উন্নয়নের অর্থনীতিবীদ ও পরামর্শক যুগ্ন সচিব ড, মো, নূরুজ্জমান প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে ক্ষুদ্র নৃ -গোষ্ঠী হত দরিদ্র এবং অসহায়দের পাশে থাকার জন্য সরকার বদ্ধ পরিকর।

বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার নব নির্বাচিত কমিটির সভাপতি ত্রিমতি খিয়াং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক পাইথুইঅং খিয়াং, বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মেম্বার, উপজেলা মহিলা দলের সভানেত্রী লাকি মারমা প্রমুখ।

পাহাড়ের পরিবেশের বিষয়ে বলতে গিয়ে পার্বত্য মন্ত্রণালয়ের উন্নয়ন ও অর্থনীতিবীদ পরামর্শক বলেন , পাহাড়ের পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে উঠছে। পরিবেশ বিপন্ন হচ্ছে। এখনই এ বিষয়ের সচেতন না হলে ভবিষ্যতে আরো খারাপ অবস্থার সৃষ্টি হবে।

এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক ও এলাকার হত দরিদ্র অসহায় জনসাধরণ অংশ নেয়।

ঘটনাপ্রবাহ: পার্বত্য, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন