রামুতে খাদ্য সামগ্রী বিতরণকালে

সরকার কর্মহীন-দরিদ্র মানুষের পাশে রয়েছে: এমপি কমল

fec-image

রামুর ফতেখারকুল ইউনিয়নের তেচ্চিপুলে বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দীন কোম্পানীর উদ্যোগে ২ হাজার কর্মহীন ও দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

এমপি কমল উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, করোনা পরিস্থিতিতে সরকার কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে রয়েছে। এজন্য খাদ্য সংকট মোকাবেলায় সকল পদক্ষেপ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল মানুষ ত্রাণ সহায়তার আওয়ায় আসছে। সরকারের পাশাপাশি বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন কোম্পানীর মতো বিত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

শুক্রবার (৮ মে) বিকালে জামাল উদ্দিন কোম্পানীর ইটভাটা সংলগ্ন মাঠে খাদ্য সামগ্রী বিতরণকালে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, জামাল উদ্দিন কোম্পানী ও জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু। এতে মোনাজাত পরিচালনা করেন, আওয়ামী লীগ নেতা নুরুল হক।

এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগ নেতা ওসমান গনি, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংবাদিক সোয়েব সাঈদ ও আল মাহমুদ ভুট্টো, আওয়ামী লীগ নেতা আবুল কালাম সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এমপি, করোনা, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন