সাজেকে পর্যটকবাহী গাড়িকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি ও ভাংচুর
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটকবাহী গাড়িতে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে সন্ত্রাসীরা।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিফের ডাকা চারদিনের হরতালে খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। হরতালের মধ্যে পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ি হয়ে সাজেক যাওয়ার পথিমধ্যে সন্ত্রাসীরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এসময় পিকেটিংকালে সন্ত্রাসীরা পর্যটকবাহী একটি মাহেন্দ্র, একটি পিকআপ এবং প্রাইভেটকার ভাংচুর করে।
পর্যটকবাহী ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে মেরামত করে তাদের নির্দিষ্ট ঠিকানায় পৌছে দিবে বলে জানা গেছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।