সড়কে শৃঙ্খলা ফেরাতে বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

fec-image

বান্দরবানে সড়কে শৃঙ্খলা ফেরাতে, হেলমট ব্যবহারের তাগিদের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স সংঙ্গে নিয়ে যাতায়াতসহ মোটরযান আইন মেনে চলার স্বার্থে জেলা প্রশাসনের উদ্যােগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

১০ সেপ্টম্বর (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার।

এসময় ভ্রাম্যমান আদালতে আরাও উপস্থিত ছিলেন বিআরটিএর বান্দরবান জেলা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. শাহাদাত হোসেন চেধুরী, জেলা প্রশাসনের পেশকার সুমন পাল, সদর থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল হাসানসহ পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়কে চলাচলরত মােটরসাইকেল চালক ও আরােহীদের হেলমেট না থাকা, রেজিস্ট্রেশন, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে সড়কে চলাচল করার অপরাধে জরিমানা করা হয়।

অভিযানে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সড়ক পরিবহণ আইন ও স্বাস্থ্যবিধি না মেনে সড়কে চলাচল করায় কয়েকটি অপরাধে ১১টি মামলায় ৪ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অভিযান, আদালতের, বান্দরবানে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন