২ যুগ পূর্তি উপলক্ষ্যে পিসিপি’র নানা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক:
প্রতিষ্ঠার ২ যুগ পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। ১৯৮৯ সালের ২০ মে ঢাকায় লংগদু গণহত্যার প্রতিবাদের মধ্যে দিয়ে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
আজ ১০টায় খাগড়াছড়ি সদরের নারাঙখিয়াস্থ সড়ক ও জনপদ বিভাগ মাঠে ছাত্র সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে। এতে তিন পার্বত্য জেলা ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেবেন। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ মে মঙ্গলবার পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২২-২৩ মে দু’দিন ব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল।
উক্ত ছাত্র সমাবেশ ও র্যালিতে অংশগ্রহণ করে ২ যুগ পূর্তি অনুষ্ঠান সফল করার জন্য পার্বত্য চট্টগামের ছাত্র-যুব সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, গঠনলগ্ন থেকে পিসিপি গণতান্ত্রিক ধারায় লড়াই-সংগ্রাম চালিয়ে আসছে। ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) গঠিত হলে পিসিপি তাতে শরীক হয় এবং বর্তমানে ইউপিডিএফের সহযোগি সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে।